প্রায়ই নেশাহীন পাটখড়ির মতো বাতাবি লেবু
গৎবাঁধা প্রজাপতি বায়ান্ন আলাপনে
খুঁজি উঠতি যৌবন, লেমিনেটিং বুক
মাসকারা দেওয়া চোখে সাজাই নেশার আতুপাতু...
মাংসল যৌবনে আর কত কাঠ পোড়া আগুন ?
সারারাত ক্ষুধা, জল, পিপাসা, ঘ্রাণ !
ঘোর লাগা নেশায় এবার বুনো হবো...
আটপৌরে ভালোবাসায় আনব বাড়তি স্বাদ !