মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেছে
সকালে ঈদ, নতুন জামার ঘ্রাণ,
সবুজ ঘাসের উপর ঈদের নামাজ;
কোলাকুলি করতে লজ্জা লাগে
যত তাড়াতাড়ি বেরুনো যায়
ঈদের মাঠ থেকে ।
আট আনার চরকি আর লাঠি লজেন্স
মাথাভাঙ্গায় স্রোত, টলমলে যৌবন
ওপারে উঁচু রাস্তা, নিচে দমকল
আরো দূরে কাশবন, খড়ের আবাদ
ঘণ, লম্বা শিশুগাছে ভাবের উদয়,
পানির উপর দিয়ে যদি হাঁটা যেত !
দুপুর গড়িয়ে গেছে, মা বসে আছে
আব্বার কপালের রেখা স্পষ্ট বোঝা যায় !
বাড়ি আসি আমি, মাথাভাঙ্গা ক্ষীণকায়
তৃতীয় নয়ন খোঁজে-কিছু নাই কিছু নাই !