অসততার কথা আর বলিস না
মূল আছে, তবু ডাল-পালাতেই মজা !
শাড়ি, ব্লাউজ আর অর্নামেন্ট এ
গিন্নীর বদ হজম নেই;
জামাইবাবু কী যে দিল দরিয়া, না চাইতেই !
ওসব কথা ছেড়ে দে...
মেধা ও ক্যারিসমা থাকা চাই, বুঝলি ?
জুতোর সুখতলা ক্ষয় করা রাজপথ, ফুটপাথ
হারিয়ে গেছে আধুনিক ফ্ল্যাটে,
ঝাড়বাতির আলোয় এখন স্বপ্নীল মুহূর্ত !
নতুন গাড়ির মডেল হলো ২৫ টাকা কেজি আলুর
বাজার দর ।
ভানু, মতি, শিপ্রা, জুলেখা হিসাব মিলাতে পারছেনা
কোন্ ফুটপাথে গেলে পাওয়া যাবে
সস্তায় ঈদের পোশাক !