না কর্তৃত্ব:-

পরিষ্কার মুখ, কেবল কথায় দূর্গন্ধ
তোর বেগুন বিঁচি সংলাপ
কেন কুদরতি চাল এ ভেস্তে যায়,
সে কথা জানে মুদি দোকানদার ।
তবুও বাজারে ছাড়িস মীরজাফরি রেকর্ড !

দর কচড়া সময়ও উপভোগ্য, ম্যান্ডেটবিহীন
তোর মূল্য লেজকাটা শেয়ালের সমান,
কর্তৃত্ব হামাগুড়ি দিলেই বেরুবে ভিমরুল

সত্য নয় সুরিখানার বোল !

চাঁদা:-

শিশুলীগ এখনো সক্রিয় হয়নি, কারন
রসুনলীগ, পেঁয়াজলীগ এবং কুমড়োলীগের কাছে
কিছু আদর্শের তালিম নিতে হবে তো !

পুরানো কেস স্টাডি করেই ঘুলঘুলিতে চোখ !
নতুন কেস হলো, বঙ্গ-মাতা এখন লাখো গরুর হাঁট
পথে পথে, মাঠে মাঠে, ঘাটে ঘাটে, মোড়ে মোড়ে
- চাঁদা দে, নয়তো গুল্লি মেরে মাথার খুলি...
না, থাক ।

কত মাঘ'ই তো এলোগেলো, সনদ্বীপে গরুর হাঁটে
না হয় মাত্র দুটো খুলি উড়ল !

রক্ত দেখে আর আমাদের কিছু হয়না !