লোকাল ট্রেনের যাত্রী আমি
গন্তব্য দীর্ঘ ! ভয় নেই, পৌছে যাবো
তার আগে দেখে নিই শহর, নদী, মাঠ, ঘাস, চরাচর...
বেলা শেষ না হতেই কামনার হাট যদি ভেঙ্গে যায়
তোমার-আমার আকাঙ্খার শতদল,
ফুরিয়ে যাবে খাঁচা ছাড়া পাখির শেষ নিঃস্বাসে !
এখন প্রায়'ই আমি মৃত্যুর সাথে হেঁটে যাই...
তখন আত্মা কী সুন্দর জীবন পায় শরীরে !
আমি একদেশ থেকে ঘুরি আরেক দেশে
অগনন মানুষের মাঝে, কখনো অনন্ত অম্বরে !
বড্ড অনুভূতিহীন এই ভাললাগা, শূন্যতা অসীম,
তুমি নেই বলে পাখির ঠোঁট খড়-কুটোহীন !
আমার নির্মাণ যে এখনো শেষ হয়নি !