(১)
সংসদ ভবন নিরাপত্তা বলয়
ভোট চোর সুরক্ষিত, গরু চোরের কিসের ভয় ?
চোরে চোরে মাসতুতো ভাই,
দু'জনের কল্যাণে
সংসদের সামনে
বেশতো, গরুর ট্রাক ছিনতাই !
(২)
ভাত খেয়েছি, পান খাওয়াও শেষ;
এখন জাবর কাটছি...
চোখের ঢুলুনি কমে গেলে
তিনবার হাই তুলব;
তারপর ভাবতে হবে, কি করব ।
লম্বা লাইন, গ্রাহকের বিরক্তি, গালি,
এসবে কিছু যায়-আসেনা;
সরকারী কর্মকর্তা আমি, দেশের সেবক;
চাকুরী খাওয়া এত সহজ না !