হঠাৎ শব্দহীন আমি, হার্ডডিস্ক ফাঁকা
অথচ নগরজুড়ে কথার কাকলি, চড়াই-উৎরাই...
বৃষ্টি, হাঁটুজল, ম্যানহোলের ঢাকনা খোলা
সিগনাল, সবুজ বাতি, হাতে গুণে পাঁচটা গাড়ি পার,
তারপর দীর্ঘ প্রতিক্ষায় ঘুঘনিভাজা মাথা
যখন তোমার চোখ আমার কবিতার খাতা,
রাশি রাশি কথামালায় কেটে যাওয়া শব্দখরা ।
তুমি আমার ডিলিট হওয়া ফাইল-পত্রের ব্যাকাপ
নগর-জলে পাল তোলা উদাসী হাওয়ার সংলাপ ।