ক্ষুরপূজা
নুরুনের ব্যবহার নেই
ব্লেডের বদলে নেইল কাটার
ক্ষুর থাকলেও মুখে ব্লেড লাগানো,
চারজন নর-কে সুন্দর করা যায় এক ব্লেডে
ভি আই পি হলে জিলেট, ফোম
ক্রিম, মাখন দিয়ে ঘাড়, গলা মর্দন;
ঘন্টায় দু'শো বিশ, সিডিতে বাড়তি সাউন্ড...
জানা ছিলনা আজ ক্ষুরপূজায় দোকান বন্ধ
ক্ষুরের ধার বাড়লে ব্যপারটা নয়তো মন্দ,
পাঁচটা নাপিতঘর ঘুরে জানা গেল এ তথ্য !
গরু
খামারীদের ত্রিশ লাখ গরু, মোটা-তাজা
কোরবানীতে বিক্রি হবে, ঘুরবে ভাগ্যের চাকা...
ছয় মাসের গো খাবার, জনবল - লাখ লাখ টাকা
সুদে-আসলে উঠবে, বাকীটা বগল দাবা
মাংসে বিষ ? ১৮০ ডিগ্রি তাপ মাত্রা, তারপর লাগা...
আছে হার্ট ফাউন্ডেশন, হৃদরোগ ইনিস্টিটিউট, ইব্রাহিম কার্ডিয়াক
শুধু চর্বিটা বাদ দিয়ে চাপ, সিনা, ঠ্যাং এবং পায়া
ভুনা ও রেজালায় প্লেটভর্তি, চিবিয়ে খা...
বেচারা খামারীদের দুঃস্বপ্ন বাড়ছে....
বন্ধ সীমানায় ক্যামনে গরু আসছে ?
টান পড়া পকেট বলছে-বেশতো
তাহলে গরুর দাম কমছে...