সারাদিনের অফিস-নদী, কর্পোরেট শাখা
মতিঝিল থেকে তেজগাঁ - বিকেল ৫টা
এয়ারপোর্টে যাওয়া হলোনা
উন্নয়ন, মেধাবী মনন - বিড়ম্বনা !
শরীর ভারি, খিদে পাচ্ছে, আশ্বিনেও রোদ প্রচন্ড !
নেশার ঘোর কেটে গেছে, সুন্দরীদের পাংসে লাগছে
এখন এ মন ছন্নছাড়া, লম্বাচুলে একলা হাঁটা...
হারানো দিন শিশির ভেজা, মুগ্ধ সকাল, পাখি ডাকা
চাইব কাকে ? জানেনা এ মন, তৃতীয় নয়ন খুঁজে ফেরে !