চলো, কষ্টের নদীতে বানাই একটা মিলনসেতু
ভালোবাসার সিসায় এক একটা খাম্বা, শক্ত, মজবুত
রড, সিমেন্ট, পাথরে থাকনা কিছু অভিমান !
মসৃন কার্পেটিং আনুক জীবনের গতি
ডাবল লেন রোড, চলে যাক শান্তির খোঁজে...
তুমি-আমি রেলিং ধরে হেঁটে যাই ফুটপাতে
দৃশ্য, দৃশ্যাবলী, ভাললাগা, শিহরণ
ভাগ করে নিই হৃদয়ে, মননে, প্রেমে...
সব ইস্যুই সেনসেটিভ নয়
মেনে নিলেই মেনে নেওয়া যায়
তুমি যদি তা বুঝতে !