আমদানীকৃত লাঠি, পায়না তরতাজা চামড়া, কতদিন !
গোয়ালঘর ফাঁকা, গরু কি গর্তে যেতে পারে ?
লালঘরের ভয়ে লুকিয়ে, ছাপিয়ে চলে...
অ-ব্যবহৃত লাঠি, ছ্যাদলা পড়ে ভাদ্রের বৃষ্টিতে !
এদিকে ক্যাশ-এ টান পড়ে ভ্যাট এর অভাবে
মানসিক প্রতিবন্ধি তত্ত্ব দেয় তাল গাছের সিঁড়িতে
অবৈধ কুকুর, কী সুন্দর ঘেউ ঘেউ করে...
দানা-পানি তো দিতে হয়, হানা-হানিতে যে লাগে !
টাকশালকে ঘোড়াশাল বানানো জাবেনা বলেই
ট্রেডমার্ক লেভেল ক্রস করো, সপাং সপাং
রেডি, এ্যাকশন, বাঁশি এবং শুরু-হাঁটু কাঁধ পিঠ বুক পাছা...
শালা, ভ্যাট দিবিনা !