পণ করে মাথা ঠান্ডা রাখা যাবেনা
তেল কিংবা ঘি-এ ভাজা মুহূর্ত
টগবগে জলে উগরে দাও রাজ্যের বমি,
আমি শীতল ঝর্ণায় গোসল করে নেবো
তবু সৃষ্টির আনন্দ আমাকে পেতে হবে ।
মসজিদ কিংবা মন্দিরে যাবার আগে
একবারও দেওয়া হয়নি ধৈর্য্যের পরীক্ষা,
বারো আওলিয়ার জীবন পড়ে জানতে হবে
সন্ন্যাসীর তপ কেন ভাঙ্গা যায়না !
মানসিক বৈকল্য হলো বোধের অ-চর্চা
ডাক্তার ঔষধ দেবে, কিন্তু
অসুখটা নিজেকেই সারতে হবে ।
সাদা-কালোর হিসেবটা আপাতত থাক,
তাজমহল নির্মান করতে পারবনা বলে
নিজেকে নির্মান করতে বাঁধা নেই ।
রোদে পুড়ছে চরাচর, ফুল কাঁটা হয়ে যাচ্ছে...
আমি ছায়ার অপেক্ষা করব, কাঁটা ফুল না হওয়া পর্যন্ত ।