সব অসমতা দূর করা যাবেনা
কিছু উঁচু-নিচু, খানা-খন্দ থেকে যাবে
কিছু ঘা নীরবেই চুলকাতে হবে ।
বালিশ নরম হয়নি বলে, খোলা চোখ
সারারাত জেগে থাকবেনা, ঘুমাবে ।
বেহিসাবী, মাত্রাহীন, হিদেন ভোরকে বলো-
ডাংগুলি আর কাঁচের মার্বেল দিয়ে
কিভাবে খেলা শুরু করেছিল সেদিন
নাওয়া-খাওয়া ছেড়ে, মচমচে মুথা ঘাসে !
যখন ফুটপাথ দীর্ঘ হচ্ছে...
গাড়ি থেকে হিড়হিড় করে নামছে মানুষ...
সাথে শ্রম, ঘাম, সারাদিনের ঝুড়ি ভরা সফলতা
টেনে, হিঁচড়ে নিয়ে যাচ্ছে স্বপ্নের কাছে ।
রাত গভীর হচ্ছে, অসমতা চোখ মেলছে
প্রতিদিন মেনে নিতে, মানিয়ে নিতে ।