শরৎ কালের নদীর কুল
হাওয়ায় দোলে কাশফুল
শিউলি আনো সুবাস নেবো
জন্মদিন তাই রঙ ছড়াব
হৃদয় জুড়ে অনেক আশা
স্বপ্ন একদিন পাবে ভাষা
মা হারা এই শূন্য বুক
এনে দিবি মায়ের সুখ
তুই যে আমার সবুজ পাখি
চোখের মায়া মনের আঁখি
বড় হও, লক্ষ্মী মেয়ে মূর্ছনা
করি, জন্মদিনে শুভকামনা ।