আমি তো মাটির ঘরে সিঁধ কাটিনি
চুরি করব কি ? ঘাসফড়িং এর কানে কানে
মেঘে মেঘে রংধনুতে, অথবা
রাখাল ছেলের বাঁশির সুরে, বলিনি-
দ্যাখ, আকাশটা আজ কী সুন্দর !
বিকেলের নরম রোদে সবুজ ঘাস, কিংবা
কফি হাউজের নির্মল আড্ডায়, খুঁজিনি-
কাঁজল চোখে স্বপ্নের মুগ্ধতা...
বুকের মাঝে সোনার খনি, হীরা-জহরত
তোমার ছিল, তোমারই আছে ।
ওদের হেঁয়ালি, আমাকে হিদেন ভেবে
কেবল পাহাড়-নদী এক করেছে...
তোমার রাস্তা কি শেষ, এখনি যাবে ?