গিন্নীর কপালে ঘাম, মাছ কাটা হাত, আঁশটে
ধারহীন বটি, করাতমুখ, ইলিশ কৈ ?
কল্পনায় তেঁতুলবিচি দাঁত, স্যার সস্তার বাজার
জোড়া দুই হাজার চারশো, নিয়ে যান ।
৬৫০ টাকায় জাটকা, স্বাদে গন্ধ ভাদাল;
৮০ টাকায় বেগুন, ৬০ টাকায় কাঁচামরিচ এক পোয়া
পেঁয়াজের ঝাঁঝ দিশেহারা, কচুর লতিতে এ্যালার্জি,
নির্দিষ্ট আয়ের লোক, মাথা ঠান্ডা রাখা জরুরী ।
সারাদেশে বন্যা, পানির যা দরকার, এখনি ধরে রাখুন
ক্ষমতার খুঁটি মজবুত, আপনি যা বলবেন...
সীমান্তে ইলিশের চালান, গরু আসা বন্ধ ।