(১)
ভেবোনা তুমি হাত বাড়ালেই
আমি ১০১টা নীল পদ্ম খুঁজে আনব ।
ক্যাকটাস কোন্ ঘরানার ফুল
সেটা আগে আমাকে জানতে হবে ।
(২)
শ্যাওলার জীবন রহস্যের কথা আপাতত থাক,
আইবড়ো চাঁদ নাকি জলে ডুবেছে...
কাকেদের জটলা, শকুন এত ক্ষমতা পেলো কিভাবে ?
(৩)
আমি যদি আদিম না হই
তুমি অরণ্যে নিতে পারবেনা ।
গন্ধম খাওয়ার আগে জেনে নেওয়া ভাল
এতে কারু প্ররোচনা আছে কিনা ।