ঢাকা যখন নদীমাতৃক শহর
জ্যাম, ভ্যাপসা গরম, স্ট্যান্ডবাই আড়াই ঘন্টা
প্রসাবের বেগ বাড়ছে, জলের সাথে জল তরঙ্গ...
পিকাপ, বাস, প্রাইভেটের বুকের তলায় স্রোত
তেলকাশটে ময়লা বুক, মাগনা পরিস্কার
অটো, মটর বাইকের সটান গতি...
মাঝপথে স্টার্ট বন্ধ, পুরো দিন মাটি,
সাঁতার না জানা রিক্সা যাত্রী, সাবধান !
ফুটপাথ হারিয়ে গেছে, তুমি এসোনা
ঘুম ভেঙ্গেছে ? পার হও হৃদয়ের আইল্যান্ড
ভাদ্র মাসের মেঘলা আকাশ, ষড়ঋতুর বাংলাদেশ
আমি বরং বৃষ্টিতে ভিজি একা, এখানে
হাঁটুজল নয়, মাজাজলে...