(১)
ভাদ্রের গরম, তাল পাকা
শ্রাবণের মেঘ এখন কেউকেটা,
পিঁয়াজি আলাপন চলছে পেপে কুঁচিতে
যখন মেঘ আসে বৃষ্টি নিয়ে
সময়ে অসময়ে ।
কতদিন দেখিনি হাঁড়িচাঁচা পাখি !
(২)
কৌটা দে
বন্ধ করে রাখব প্রাণভ্রমরা
পাহাড় টানছে গাড়ি, লাগেজ, বস্তা...
এবার পাহাড়ের কাছে যাব একলা
প্রাণ কৌটা সংগে নিয়ে ।
(৩)
দারুণ একটা খবর আছে-
পিচকিরি চোখ, লাউয়ের ডগা
জুঁই ফুলেও ছত্রাক জমে
তোর শরীর দিন দিন ভারী হয়ে যাচ্ছে !