খুন, জখম, ধর্ষণ, চুরির অপরাধ,
সবুজ মাঠে তেল চুকচুকে টাট্টু ঘোড়া
দূর থেকে দ্যাখ, কাছে গেলেই লাথি দেবে !
প্ল্যাকার্ড, ব্যানার হাতে আবার কিসের প্রতিবাদ ?
১৫৩-তে আফডোজ, ৩০০-তে হবে ফুল ।
কিছু বোকা এখনো রয়ে গেছে
কানা, খোঁড়া, বোবা আর ঠশার দেশে
যায় ভোট চুরির উপর সম্মেলন করতে...
অপরাধ ভয়ানক, ঠ্যাং তুলে প্রস্রাবের ঝোঁক
আট মামলায় ৮০ দিনের রিমান্ড দাও,
হাতে চুড়ি নেই, বিব্রতবোধ করে কোন লাভ হবেনা
কারন পেট্রোল কোথা থেকে আমদানি করেছে
কতটা গাড়িতে ঢেলে আগুন দিয়েছে
ঘেরাও, ভাংচুর, ইন্ধনে কিভাবে সহযোগিতা করেছে
- সব জানা দরকার ।
বাতাসে আছে রঙ-বেরঙের কেস...
আসামি দাও, রিমান্ড চাওয়া অনেক সহজ !