ভালোবাসার সময় কম । কালকের পৃথিবীটাও
আমার হবে,
তোমার সবটুকু যৌবন
রূপ, রস, গন্ধ
লুট করে নেবো দু'হাতে
সে ভরসা আমার একদমই নেই !
আজ এই রাতের আঁধার, বায়বীয় সময়
রাগ-অনুরাগের খুনসুটি
ললিপপ, আইসক্রিমের স্বাদ
হয়ে যেতে পারে বৃদ্ধ আকাশের মৃদু নক্ষত্র
তখন কী হবে মন খারাপের প্রদীপ জ্বেলে !
সত্যি বলছি, আমি তোমার সবটুকু চাই
রক্তে, মাংসে, হৃদয়ে
সতেজ অনুভবে
হাত বাড়িয়ে দিলাম, তুমি এখনি এসো ।