শান্তি প্রিয়//
গরম কড়াই দেখলেও
যার কিছু ভাজতে ইচ্ছে করেনা
তার মাথা ভর্তি উসকো-খুসকো চুল
ঘরে এক ছটাক নারকেল তেলও নেই
সে আবার মাংসের হাটে গিয়ে
বায়না করে তাজা কবুতর কেনার
আকাশে উড়িয়ে দেবে বলে
মানুষ//
জাদু নয়, নদীর বাঁকে ভাসিয়ে দেওয়া ফুল
ভাসতে ভাসতে কিনারে এসে ভিড়লো,
স্রোতের ধর্ম কেউ বুঝতো না বলে সবাই তখন সরল
একদিন ছুঁ-মন্তরও খেয়ে নিলো নদী, মাঠ, গাছ, জঙ্গল...
তারপর ভূতগুলো জায়গা না পেয়ে ঘাড়ে এসে বসলো
এখন আর কেউ কাউকে সহ্য করতে পারেনা