হাইড্রোলিক হর্ণগুলো নাকি সব খুলে নেওয়া হয়েছে
তবু মাথার মধ্যে শব্দজট...
ওভার ব্রিজের নিচে এক জোড়া ফোলা চোখ । ভিক্ষা দাও
উপরে দু'জন কাটা পা । কিলবিল মাংস
রোদ কি আজ খুব বেশী পড়ছে ?
মাথায় সস্তা টুপি দাও,
বৃষ্টি লজ্জা পাক
বুকে হাত রেখে কেউ একজন নিচ্ছে চোখের চিকিৎসা
তিন স্তর পার হওয়ার পর পাওয়া যাবে চশমার পাওয়ার
তারপর যত খুশী যাও শ্যামলী থেকে কাওরান বাজার
এলিফ্যান্ট রোড যখন বড়লোকি কারবার
তবে পদব্রজে হলেও নীল ক্ষেতে একবার যেতে হবে
গরীব পৃথিবীর মায়ায়