টানা উত্তরে বাতাসেও যখন শীত লাগে না
তখন বুঝতে হবে ভেতরে ঝড় বইছে...
তিন দিন আগে যে দৃষ্টি মতিভ্রম
তাকে ভোলা এত সহজ নয়
অথচ বুক উঁচিয়ে কেউ বলতে পারছে না
ন্যাড়া আর বেল তলায় যাবে না, কারন
কেনা গোলামেরও আছে একটা কাজু-বাদাম বিছানা
সেখানে কিছু আবাল-স্বপ্ন অহর্নিশ
একটু একটু করে লালন করে বাবা...
এদিকে বেপরোয়া অহংকারগুলো উঠতেই আছে
এক পায়ে দু'পায়ে বায়ান্ন তলা...