নির্ঘুম রাতের পর কিছু পাপ
মাথার মধ্যে শুয়ো পোকার হেঁটে চলা
আবছায়া, রোদ, বৃষ্টিতে ভাদ্রের গরম
হঠাৎ ছোট হয়ে আসা আকাশ
বন্যার পানিতে মরে যাওয়া সবুজ
ঘুঘু ও শালিকের নিরুদ্দেশ যাত্রা
খুব বেশী লম্বা নয়, নাতিদীর্ঘ
তারপর উঠোনে এসে দাঁড়ায়
হালের মাঠে শীতল বাবলা তলা
ভেবে পাই না, একটু ঘুমিয়ে নেবো
নাকি এখনি আমাকে নির্মাণ করতে বসব