হৃদয়ে পানি নাই, তবু তেলের সাথে জল মিশিয়ে
সে বলল, আমি তোর বন্ধু । চৈত্র-ক্ষরাই তো
কিছু দিতে পারিনি, তাই ভাদ্রে এসে ফুল ফুটিয়েছি...
হাত বাড়িয়ে দাও সোনা, এবার হৃদয়টা খুলে দেবো
আমার আয়নাবাজি চোখ, অন্ধকারে ঢিল না ছুড়েও
দেখতে পেলো, তার লেজের সাথে গোবর মেখে একাকার !
আমি তখন গুগল ম্যাপ ধরে এগুতে চাইলাম, কিন্তু
পানির তোড়ে এগুতে না পেরে এখন আশ্রয় কেন্দ্রে
বিশ্বাস কর, আমি সত্যিই তোর বন্ধু হতে চাই, কথা দে-
হ্যান্ডসেক করার পর হাতটা একবার তোর বুকে রাখবি ।