ছেঁড়া মেঘে শিং লাগিয়ে দীর্ঘ হয় রাস্তা
আমি হাঁটতে থাকি ফসল-কাটা মাঠে
ইঁদুরের গর্ত ধরে...
ক্রমশ হারিয়ে যায় তোমার মুখ, দেখি
শামুকের খোলস থেকে বের হয়ে আসছে জীবনানন্দ
তারপর ক্লান্তিটুকু শুষে নেয় লক্ষ্ণীপেঁচার ডাক
সাদা বালিহাসের পাখায় আশ্রয় নেয় অগ্রহায়ণের শীত
অন্ধকারের মতো দূরাগমন এই পথ চলা, ভাল লাগে