একটা মৃত্যু এবং কয়েক দিনের মুখভার
যখন চোখও পারেনা একটা বর্ষাকে ধরে রাখতে
কারন এখনো অনেক কাজ পড়ে আছে...
কৈ শতাব্দীর চোখে তো কোন ভাবাবেগ নেই !
আকাশে মেলে দেওয়া ডানা,
যত পারো উড়ে যাও...
দশ মাস দশ দিনের হিসেব
আমি রাখতে পারব না,
তবে সূর্যের দিকে তাকিয়ে বলতে পারব -
এ আলো শুধু তোমার একার নয়
পৃথিবীকে প্রথম চোখ মেলে দেখানো মা
তাঁকে শুধু নারী বলে ছোট করো না ।