পায়ের নিচে মাটি এখনো মজবুত
তবু সিঁড়ি ভাঙ্গার আগেই ক্যাপসুল লিফ্ট এসে হাজির
আমার সোনার বাংলা, তুমি উপরে উঠে যাও...
নিচে তামাক-ক্ষেতে বেড়ে উঠুক কদবেল-আদর্শ
সত্যকে পার করে দেবো অস্ট্রেলিয়ান বিমানে
তারপর নৌকার খোলে নিয়ে নেবো জল সেচার দায়িত্ব,
শুধু মন মাঝিরে বিক্রি করতে হবে ৩২ নম্বর হাটে
তা না হলে নির্ঘাত ক্যান্সার হবে একদিন, সীমানা পার...