সাতটা গুলির একটা লেগেছিল বুকে,
- যথেষ্ট
তবু কেন যে আকাশটা ভেঙ্গে পড়ল না !
সারারাত হাপর টেনে টেনে বিশ বছর,
বারুদ ও স্প্লিনটারে তৈরী করছি কুসুমবাগ
যখন ফুলের রাজ্যে চলছে চরম নৈরাজ্য...

ভাল কৃষকের বৈশিষ্ট জানা ছিল
কাঁটা এসে ডাল-পালা ছড়িয়েছে...
যা কিনা ঘুমের ঘোরে আনে নীলতুলি-আয়নামুখ

অথচ বলতে পারিনা কাঁটা তুই দীর্ঘজীবী হ,
টিয়ের পাখায় বেঁধে দেব কিছু কামরাঙা সুখ




................পাঠক, কবি বন্ধু সবাইকে নীলতুলি ঈদ-শুভেচ্ছা ।