টিকটিকির শব্দ শুনে
ঠিক ঠিক বুঝে নাও
মাকড়সার জাল ভেঙ্গে
কিভাবে
হাঁটুঅব্দি নেশা
নোনা জলে একাকার...

এতদিন উঠতি ফসলের বুকে
পুঁতে রাখা ইচ্ছে
আজ হাড়ি-ভাঙ্গা মুখ

প্লিজ, চোখ দিওনা
শুধু কোমর-জলে নেমে যাও

পিছনে মরা পচা দূর্গন্ধ
ভেসে যাক...