এখনো হলুদ পাঞ্জাবি পরে কেউ হেঁটে যায়
নীশি রাতে
শরীর-জুড়ে তাঁর জ্যোৎস্নার ফুল
যুক্তির বাইরেও যে হিমালয়
তাঁকে মহামানব হতে হবে একদিন
মায়া নদীতে এতো কিসের ভোগ
ডুব-সাঁতারে এপার-ওপার ?
রূপা আর নীল শাড়ি পরেনা
কারন যুক্তিবাদী মিসির আলী বলে দিয়েছে
হিমু আর কোন দিন ফিরে আসবে না ।
.....নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ স্মরণে ।