১.
কিছু কাঁঠাল পাকা সময় পেলে
নিয়ে নাও
তারপর
ডালের উপর বসে রোয়াগুলো খেয়ে
বোঁটার সাথে শাষটা ঝুলিয়ে দাও

গৃহস্ত্য কি এসে পড়েছে ?
পিছনে না তাকিয়ে দৌড় লাগাও...

২.
সব কাজ এক সাথে করা যায় না
সাগরের গভীরতা মাপতে গেলে
নদীতে চর পড়ে
বালির নিচে চালান হয়ে যায় ঝিনুক

অথচ মুক্তা পেতে ডুব দেওয়াটা জরুরী