চিকন চাউলের ভাতের সাথে কয়েক পিস সর্ষে ইলিশ
ভাদ্র মাসের স্বাদ বলে কথা, সাথে
একটুখানি ঘণ মশুরীর ডাল, ব্যস

অার তোমার ভালোবাসা তো ষড়ঋতু, যদিও
বসন্তের কোকিল অার অাগের মত ডাকে না, তবু
তুমি বসন্তের ফুল ফোটা নদী
ভাদ্র এলে উথাল-পাথাল ঢেউ, হও অাহলাদী

অথচ অামার ইলিশ-ভাত যখন পদ্মার ঘোলা জল, তখন
শরীরের ঘামে বাড়ে নুন, হঠাৎ ১৮ কোটি মুখ
হয়ে যায় ১৮ কোটি দেবতা

তখন সে মুখ তুমি কি দেখতে পাও ?
কিংবা সে ডাক, মা এক মুঠো ভাত দাও...