রোদ নেই, পাকা রাস্তা চামড়াছিলা কাঁঠাল
খই আর মুড়কিতে কি বগুড়ার দই ? নট ফর সেল
হেঁটে যাও, যতদূর মন চাই...
কলাপাতার শিরনিতে পড়ছে বৃষ্টির ফোঁটা
আঘাত পেয়ো না মখমল পা
একতারাতে আমরা এবার গেরুয়া
লালনের দেশে চলুক ফাটাকেষ্ট অভিনয়...
ছাগল গরু ভেড়ার সাথে ওরা তো আর বানভাসি নয় ।