আয়নায় পাকা দাড়ি, ধরে আনে বাইশ বছরের যুবক
হৃদয় খুঁড়ে যতই বের হোক ইতিহাসের স্বাক্ষী
স্নান শেষে কেউ কি হেঁটে যায় মোহনীয় ?
শাড়ীতে নদীর তরঙ্গ...
কাঁপা হাতে ঠিক মানায় না নাঙ্গা তলোয়ার
চাল তেল নুনের সাথে একটুখানি হলুদ-মাখা মুখ
হাসলেই যেন দুলে উঠে আপেল
আমি নই, গোলাপ হাতে দাঁড়িয়ে থাকে পৃথিবী...