দো-তারা হাতে একবার বেরিয়ে পড়লেই
ভেবোনা চাঁদের রাজ্যে ছুঁয়ে দেবে নক্ষত্রকে
কারন বিশ্ব সংসারে আছে লতা-পাতা প্রেম
পারবে কি এসব ছেড়ে যেতে ?
শাড়ির অাঁচলে বাঁধা লাজুক হাসির কাছে
রয়ে যায় কিছু প্রজন্মের দায়
সকাল-সন্ধ্যার কিছু পাখি-ডাকা সুর
সজনে পাতায় ভর করে
যত পারো উড়ে যাও
মাথার উপর আকাশ...
তাই বলে পালিয়ে যেতে পারবে না ।