তুমি একটা ঘর দেখিয়েছিলে, ঘর
ভেতরে মখমল বিছানা, সো-কেসে সাজানো সুখ
ডাইনিং টেবিলে অভিজাত তৃপ্তি...
গাড়ী নিয়ে আর কোথায় বের হবো ?
- সময় নেই ।
কলিংবেল চাপলেই পাখির ডাক
দেয়ালে সবুজ মাঠ, পাল তোলা নৌকা, মাঝি...
কেউ কি একটা মেয়েলি সুগন্ধ ছড়িয়ে দিয়ে গেল ?
- কেউ না ।
আমি শুধু বলেছিলাম, প্লিজ বুকটা খালি করো না