লাল//
তুমি বসন্তের ঝরা পাতা
অথচ আমি কুড়াব না
বৃষ্টির জন্য অপেক্ষা করে করে
এক দিন শামুক-জীবন
খোলসে মেঘ জমে নিয়ে যাক সমুদ্রে...
কত দিন যে সাগর দেখিনি !
নীল//
দুর্ধর্ষ ছায়ার আড়ালে
কিছু বিড়াল ছানা
বস্তায় ভরে পার করে দিতে পারলে
ভাল হতো
স্থল মাইনে এত কিসের বিস্ফোরণ ?