এখন কোথাও কোন কুয়ো নেই; নতুন করে খোঁড়ার তো প্রশ্নই উঠেনা ।
গ্রামে গেলে দেখবে, মানুষ চাপকল দিয়ে পানি উঠাচ্ছে;
আর যাদের অবস্থা আরো ভালো তারা চাপকলের সাথে
মটর লাগিয়ে উপরে পানি উঠিয়ে দিব্যি টাংকি ভরাচ্ছে
এবং প্রয়োজন হলে ট্যাপ দিয়ে হড়হড় করে পানি বের করছে ।
আর ঢাকা শহরে তো চাপকল পোঁতারও অবস্থা নেই,
সিটি করপোরেশনের হয়ে ওয়াসা পানি সাপ্লাইয়ের মত
মহান এ দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছে
সে পানিতে ময়লা, আবর্জনা, গু-গোবর যায়'ই থাকনা কেন
তবু যখন শুনি, খোদ এই রাজধানী শহরে কেউ একজন
কুয়োর ভেতর পড়ে গিয়েছে,তখন বুঝতে হবে
কাউকে না জানিয়ে খুব গোপনে সে নিজেই কুয়োটি খুঁড়তে গিয়েছিল ।