কতটা আর সহজ হতে বলো আমাকে
খৈ-ফোটা রোদে দাঁড়িয়ে একা একা আকাশ-নীলিমা !
তুমি উড়াল চাঁদের গায়ে ছিটকে পড়া উল্কা নও
তবু কেন জটিল করতে করতে বায়ান্ন তলায় বাস ?
এখন আর মেঘের গর্জন শুনে ভয় পাই না আমি
মাটি আছে আমার পরম আদর
এক দিন বুকে জড়িয়ে ধরে
সিন্ধু, মেসোপটেমিয়া প্রাচীন সভ্যতার দেশ
হাজার বছরের ইতিহাসে লেখা বাবর-লীপি
জলাশয় থেকে খুব বেশী দূরে নয় ধোঁয়াশা
এক দিন ঠিক পৌছে যাব আমি । তুমি দেখে নিও