মুরগি কাটতে কাটতে দুম্বার লাশ
এখন বিবেক-কাটা ধর্মে মানুষ কাটি কচুগাছ...
এত রক্তে তবু কেমন করে যে পবিত্র থাকে মাটি
ভারি ট্যাংকের গায়ে অনায়াশে ছুড়ে মারি মৃত্যু
বুকের ভেতর কেউ কি জমিয়ে রাখে পাথর ?
পৃথিবী কবুতর হতে চাইলেও
এক গলা গু-এর ভেতর দাঁড়িয়ে থাকে ট্রাম্প,
ইসরাইলী শকুনগুলো তখন পুষ্ট হয়
লাশের পর লাশ...