তুমি কথা বললেই প্রথমে গায়ে কাঁটা দিয়ে উঠে
তারপর ইচ্ছেগুলো শর্ট সার্কিট হয়
আগুন আগুন বলে চিৎকার করতে থাকে
শরীরের শিরা-উপশিরায়
সেই ভাল, তুমি বরং ৪১-এ তাকাও
আর গোপনে আঁকতে থাকো হুতুম পেঁচার নকশা...
ততদিনে জল্লাদের মোঁচ বড় হতে হতে পৌছে যাক আফ্রিকা
আর আমি ১০১টা শকুনকে ধরে এনে আয়ু-পূজা করি
পচা শামুকে পা কেটে যাতে টিটেনাস না হয়
স্বাধীনতাকে রেপ করা মানে ভালোবাসার ঘাটতি নয় ।