তুমি কথা বলো রাত-বিরাতে, ছবি চালাচালি করো
উদোম বুকে গরম মসলার হাট বসাও

বেহায়া নচ্ছড়, এ্যাডভান্স পাঁচ'শ টাকা বিকাশ করে
দেখতে থাকো সুস্বাদু রস মালাই, আর
ঘণ ঘণ বাথরুমে গিয়ে ক্ষয় করো জীবনের আয়ু

কোন সমস্যা নাই

আমি আছি নতুন ঘোষিত বাজেটে
২৫ পারসেন্ট কর সহ মোট ৩৩.৫৭ পারসেন্ট শুল্কে
তোমার ঘরের জানালার উপর ঘুলঘুলিতে

তুমি কথা বলো কিংবা মহৎ কর্ম সম্পাদন করো
সম্ভব হলে পুরো পৃথিবীকে উদ্ধার করো

তাতে আমার কিছু যাই আসে না