আমার মুঠো বার্তা এখন হোয়াটস এ্যাপ-এর কি বোর্ডে ব্যস্ত
তবু খা খা রোদে পুড়ছে সুবোধ কবি, মালবিকা, ঝকাস..
আকাশটা লম্বা হতে হতে কি পৌছে গেছে চিলির পাবলো নেরুদা ?
যদিও নদীর দিকে তাকালে বোঝা যায়
কত সহজে বুকের মাঝে টেনে নিয়েছে আকাশ
আসলে বন্ধুত্ত্বে দূরত্ত্ব কোন বাঁধা নয়
যদি চিকেন, বার্গার, চউমিন এর সাথে
চিবিয়ে খেয়ে না ফেলি বিগ হার্ট পিৎজাকেও ।