রাজত্ব মাপে খুপরি ঘর...
যখন সবুজ চত্বরে বেড়ে উঠে বাতাবি লেবু, পেয়ারা, আম
আর দীঘির জলে তাজা মাছে টলটলে জীবন
তবু কাছারি ঘরের কার্নিস বেয়ে কাছে আসে
মুখ চিনতে না পারা কিছু অন্ধকার
বটের ঝুড়ির মতো যে ছুঁয়ে যায় মাটি
তারপর দূরবীনচোখ হারিয়ে ফেলে সবুজপাতা সকাল
যে কিনা হিমঘরেও দিতে পারে টানা ঘুম...