বন্যার পানি নেমে যাবার পর জেগে উঠে ইটখোলা,
ফসলী জমি নেই, চার পাশে কিছু সাইন বোর্ড ঝুলছে
তাতে চোখ মেলে চেয়ে আছে টাউট, বাটপার, দালাল...
কারন আমরা সাজাতে চাই চিলে কোঠাই কবিতার সংসার
ডান হাতের কানা কড়িতে যখন দু'চালা টিনের ঘর
তখন চোখ বন্ধ না করেও ঢুকে যায় টেবিলের নিচে বাম হাত
বুকের ভেতর কি বাবলা তলা ডকে, মাটির সুঘ্রাণ ?
কাছে যাদুঘর আছে, লাঙ্গল কাঁধে কৃষক, হালের বলদ...
আমাদের নগর চাই, লাল টকটকে আপেলের মতো নগর
ফালা ফালা সবুজের বুকে যাতে হেঁটে যেতে পারে সোনার বাংলা...