তুমি চলে যাবার পর
মনে হলো আমাকেও তৈরী হতে হবে এখনি ।
সেই কবে ঘুম ভেঙ্গে শুরু হয়েছিল চলে যাওয়া
তারপর মায়ের চোখে স্বপ্ন দেখে দেখে
কতবার থেমে গেল মাথাভাঙ্গার জল,
আমি কাঁধে করে বয়ে নিয়ে গেলাম ছেলেবেলা
মেহগনি বাগান কেড়ে নিলো কত কচি আমপাতার সুগন্ধ
শালিকের পায়ে সুতো বেঁধে নাচলো কমলা রঙের রোদ
তবু যদি মনে হয় এখনো সন্ধ্যা হয়নি
তবে সকালকে আর কোন দিনই ধরতে পারব না ।