মুকুল-চোখ,হয়ত এখনি সবুজ পাতা ঝরে পড়বে
তার অাগে মটর চালিয়ে পঁচাত্তর কিলো, যখন
হেড লাইট জ্বালিয়েও সমুখে কিছু দেখা যায় না
মাঘ মাস'ই কি নিয়ে অাসবে অারেকটি ৮'ই ফাল্গুন ?
ভাঙ্গা পাখায় ভর করে ভালোবাসা ১৪'ই ফেব্রুয়ারী
সাত দিন অাগে সব ফুলের দোকানে নোটিশ -
বেহিসেবি ফুল চাষীরা কেন বসে অাছে চায়ের দোকানে ?
রিক্সাওয়ালা কি অগ্রিম ঘোষণা করছে অাদালতের রায় ?
কাপের ধোঁয়ায় ক্রমশ অন্ধকার হয়ে অাসছে -
গ্রাম, শহর, নদী, পাহাড়, টিভি, মিডিয়া...
অার এক চিলতে বাংলাদেশ, গামছা পরে
এখনো স্বাধীনতা খুঁজছে...