দিয়াশলাই//

একটা দিয়াশলাই এর বাক্স
কাঠিটা ঘষটা দিলেই দপ দপ ...
কতটুকু আর বারুদ তাতে ? তবু
তোমার শরীরে এখন বড্ড বেশি আগুন

আমি আর ঘষটা দেবো না

যাত্রা//

ছোট একটা খুপরি ঘর
তার মধ্যেই আলু ভর্তা -

মরিচ পেঁয়াজ তেল লবণ...

কাদা-পাঁক ভেঙ্গে আর কোথায় যাব ?
বড় আশ্বিনে বর্ষা, ভিজে ভিজে হবো না একসা

শীতের আগে লেপ ছাড়া যেটুকু ভিন্নতা
তা হলো, গোলমরিচ ছাড়া মাংস রান্না